Monday, July 16, 2012

নীলক্ষেত হাই ইশকুলের শিক্ষক এনামুলের কারণে পরীক্ষা দিতে পারলোনা রিমি..........নৈপথে প্রধান শিক্ষক।


নীলক্ষেত হাই ইশকুলের  শিক্ষক এনামুলের  কারণে পরীক্ষা দিতে পারলোনা রিমি..........নৈপথে প্রধান শিক্ষক। আমরা জানি য়ে, শিক্ষাই জাতির মেরুদন্ড।মেরুদন্ডটা গড়ে দে শিক্ষক।শিক্ষকরা জাতির নেতৃত সৃষ্টি তথা ভাগ্য নির্ধারন করে দেয়।ভাগ্যের নির্মম পরিহাস মাজে মাজে আমরা উপহার পেলাম অনেক পরিমল।যারা জাতির কপালে এঁকে কলঙ্কের রাজটিকা।তেমনি একজন শিক্ষক হলেন এনামুল।সে পরীক্ষা দিতে দিলোনা ক্লাস টেনের ছাত্রী রিমিকে।রিমির অপরাধ সে এনামুল এর কাছে কোচিং করেনি।তাদের সেই ক্ষমতাও নেই।তার মা কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফেকালটির কেন্টিনে......কোনো মতে চলে তাদের সংসার।তার পরিবারের দারিদ্রতার কারণে কোচিং করা তার পক্ষে কোচিং করা  সম্ভব হয়নি।কিন্তু এনামুল তাকে বলে কোচিং এর টাকা না দিলে তাকে পরীক্ষা দিতে  দিবেনা।pretest পরীক্ষার প্রথম দিন তাকে পরীক্ষা দিতে দিলনা ........প্রধান শিক্ষকের কাছে বিচার দিলে .....তিনি বলেন আমার কিছু করার নেই।অথচ ইস্কুলের বেতন সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে। অন্যদিকে সরকার কতৃক কোচিং কে নিষিদ্ধ করা হয়েছে.....তারপরেও এই দৌরাত্রের সাহস পায় কোথায় থেকে। সরকার ও শিক্ষামন্ত্রীর  কাছে আহবান অতি দ্রুত এর বিরুদ্ধে বেবস্থা নেন।মানুষ শিক্ষক নামের কোনো পরিমল দেকতে চায়না।

Monday, July 9, 2012

পুলিশি অভিযান না TOM and JERRY RACE??????

এই কথা সবাই জানে যে পুলিশের যে বেতন তা দিয়ে সংসার চলে না।.এই দোহাই দিয়ে তারা একের পর এক অপরাধ করে চলচে।.তারা আমজনতা থেকে শুরু করে সাংবাদিক, বিচারপতি,এমপি  প্রায় সবাইকে মেরেছে।.কারণ মহামান্য মন্তীর বাণী পুলিশ থেকে নিরাপদ দুরত্বে থাকুন।.যাইহোক গত কিছুদিন আগে সোরওয়ার্দি উদ্যান, ঢাকা বির্শাবিদ্দালয়ের চারুকলার সামনে, নিও মার্কেট, ঢাকা কলেজের সামনে চলেছে এক সাড়াশি হকার উচ্ছেদ অভিযান।.মোটামুটি ভাংচুর থেকে শুরু করে ধবল ধোলাই!!! কারও কারও কাছ থেকে  দেখা নগদ বকশিস গ্রহণ।.কিন্তু প্রশ্ন হলো পুলিশ কি আসলেই ফুটপাথ পরিষ্কারে নেমেছে? বেপারটা আসলেই তা না।.......কারণ সামনে ঈদ!!!!!!!!! তাই বলা যায় ............ পুলিশি অভিযান না TOM and JERRY RACE??????